ব্লগ:বর্তমান সময়ের যুদ্ধের হাতিয়ার



ব্লগ কি?
  “ব্লগ” শব্দটি ইংরেজ blog এর বাংলা প্রতিশব্দ, যা একধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।ইংরেজি blog শব্দটি আবার weblog এর সংক্ষিপ্ত রূপ।কারণ weblog শব্দটা জোম বার্গার ১৭ ডিসেম্বর ১৯৯৭ এ প্রথম ব্যবহার করেন। এরপর ১৯৯৯ এর মাঝামাঝি সময়ে পিটার মেরহোলজ weblog এর ছোট্র সংস্করণ “ব্লগ” চালু করেন।তার পর থেকে এই শব্দটি বিশেষ্য এবং ক্রিয়া উভয় ক্ষেত্রে ব্যবহার হতে শুরু করে। যিনি ব্লগে পোষ্ট করেন তাকে ব্লগার বলা হয়।
  যে সমস্ত ওয়েবসাইট এবং ব্লগিং এপ্লিকেশনের মাধ্যমে একটি ব্লগ তৈরী করা যায় এগুলোকে ব্লগিং প্লাটফর্ম বলা হয়। বর্তমানে কিছু জনপ্রিয় ব্লগিং প্লাটফর্মের মধ্যে google এর ব্লগার, ওয়ার্ডপ্রেস, টেকনোরাতি, ব্লগ ডট কম, হোপব্লগ
ইত্যাদি অন্যতম।

ব্লগের প্রকারভেদ:
  সাধারণত ব্লগ দুই ধরণের হয়ে থাকে। এক. সিঙ্গেল ইউজার ব্লগ দুই. মাল্টি ইউজার ব্লগ।
সিঙ্গেল ইউজার ব্লগে একজন ব্যবহারকারী লিখে থাকেন আর অন্য অনলাইন ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন।
আর মাল্টি ইউজার ব্লগ হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে কয়েক হাজার থেকে শুরু করে লক্ষ কোটি ব্যবহারকারী তাদের ব্লগ এবং মন্তব্য প্রকাশ করে থাকেন।

কিভাবে একটি ব্লগ তৈরী করবো?
আসলে এটা তেমন কোন কঠিন কাজ না।ইচ্ছা এবং আগ্রহ থাকলে আপনিও পারেন একটি ব্লগ তৈরী করতে। চলুন তাহলে এবার দেখি কিভাবে একটি ব্লগ তৈরী করতে হয়।
আমরা Google এর blogger দিয়ে একটি ব্লগ তৈরী করবো,সুতরাং এর জন্য আপনার একটি Gmail একাউন্ট থাকতে হবে।আমি ধরে নিচ্ছি আপনার একটি Gmail একাউন্ট আছে।তাহলে এবার কাজ শুরু করি!
প্রথমে আপনার কম্পিউটার চালু করে ইন্টারনেট connect করুন। এবার ইন্টারনেট ব্রাউজার open করে উপরে website লিখার ঘরে www.blogger.com/home লিখে‍ Enter চাপুন।নিচের চিত্রটি দেখুন-

এর পর নিচের চিত্রটির মত আসবে-

এবার আপনার Gmail ID ও password দিয়ে Sign in করুন।তারপর নিচের চিত্রের মত আসবে-

New Blog এ ক্লিক করুন। নিচের চিত্রের মত আসবে-


উপরের চিত্রের blog title এর ঘরে আপনার ব্লগের নাম লিখুন। Url এর ঘরে আপনার blog website এর নাম লিখুন।মনে রাখবেন এটাই আপনার website । যেমন ধরুন আমার ব্লগ web হচ্ছে www.amarshapno.blogspot.com । এবার এলোমেলো অক্ষরগুলো খালি ঘরে বসিয়ে continue তে ক্লিক করুন।এরপর নিচের চিত্রটি আসবে-

এখান থেকে একটি Template নির্বাচন করে create blog এ ক্লিক করুন।এ হচ্ছে আপনার ব্লগের থীমস । এরপর নিচের চিত্রের মত আসবে-


Start bloging এ ক্লিক করুন। নিচের চিত্রের মত আসবে-

এখানে title এর ঘরে আপনার লেখার নাম লিখুন এবং নিচে আপনার লেখা লিখে PUBLISH POST এ ক্লিক করুন।আপনার লেখা পোষ্ট হয়ে যাবে। ব্যাস হয়েগেলো আপনার একটি ব্লগ।এখন থেকে আপনি www.blogger.com/home এ প্রবেশ করে আপনার Gmail একাউন্ট ও password দিয়ে sign in করে লেখা পোস্ট করতে পারবেন।

শেষ কথা।
একদিন আমাকে জেনারেল শিক্ষিত এক ভদ্রলোক বললেন:আপনারা যারা মাদরাসায় লেখা-পড়া করেন তাঁরা প্রযুক্তি সম্পর্কে কোন জ্ঞান রাখেন না।
আমি বললাম: এটা কেন বললেন?
ভদ্রলোক: এই যে ধরেন, কিছুদিন পূর্বে আপনাদের মত এক ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল ‘ব্লগ কি’? বলতে পারেনি।
আমি বললাম:বেশ ভালো বলেছেন, যেহেতো এটা তাদের বিষয় না তাই এ ব্যপারে তাদের মধ্যে কারো কারো জ্ঞান না থাকা দোষের বিষয় না। আচ্ছা! আপনারা তো এ সব নিয়েই লেখা-পড়া করেন, আপনাদের মধ্যে কতজন হবে যে ব্লগ সম্পর্কে জ্ঞান রাখে? তিনি কোন পার্শেন্ট বলতে পারলেন না।
প্রিয় পাঠক! ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি বোঝাতে চাচ্ছি যে, সামান্য কিছু জ্ঞান যেগুলো শিখতে এক সাপ্তাহের ব্যপার মাত্র সেগুলোর জন্য কেন আমরা মানুষের তিরস্কার সহ্য করবো,কেন নিজেদেরকে অজ্ঞ বলে পরিচয় দিবো?
‘কাঁটা দিয়ে কাঁটা খোলতে হয়’ এ কথাটি আমাদের সবার জানা। তাই বাতিল ইসলামের বিরুদ্ধে যে সব মাধ্যম ব্যবহার করছে আমাদেরকে সে সব বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সেগুলোকে ইসলামের পক্ষে ব্যবহার করে তাদের বিপক্ষে লড়তে হবে।আর সেই লড়াইয়ের ময়দানে তোমার পাকা প্রস্তুতি বড় প্রয়োজন হে বন্ধু! তুমিই পারো ব্লগ দিয়ে একটি অনলাইন পত্রিকা তৈরী করতে।আজ এ পযর্ন্তই। যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে আমি ব্লগে কিভাবে কাজ করতে হয়, কিভাবে একটা ব্লগ সাজাতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত লিখবো।ইনসাআল্লাহ।
                                                                        সাইফ ‍আব্দুল্লাহ আফীফ
                                                            Email: Saifabdullah71@gmail.com
                                                

Comments