সমালোচক না হয়ে সহযোগী হই



দেশের বর্তমান যে পরিস্থিতি- মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশের চিন্তা-চেতনা খুবই দ্রুত দ্বীনবিমুখ হয়ে যাচ্ছে বিগড়ে যাচ্ছে তাদের মন ও মানসিকতা কেউ কেউ ঈমান ও ইসলামের প্রকাশ্য বিরূদ্ধে অবস্থান নিচ্ছে এটা দেশের চলমান ইসলাম বিরোধী সুপরিকল্পিত বহুমুখী চক্রান্তের দুর্ভাগ্যজনক সাফল্যের একটা অংশ সুতরাং আমাদের জন্য জরুরি,
যেভাবে পারা যায়, যত সুরতে পারা যায়, দ্বীনের মেহনতে সক্রিয় হওয়া সাধারণ মুসলমানের ঈমান-আমল হিফাজতের লক্ষ্যে নানামুখী খিদমতে আত্মনিয়োগ করা কথাগুলো বলেছেন টঙ্গী দারুল উলূম মাদরাসার নাযিম মাওলানা আবূ বকর দা.বা. আজ সকালে তিনি আমাদের মাদরাসায় এসেছিলেন দ্বীনের এক মেহনতের নিসবতে নাস্তার দস্তরখানে বসে তিনি কথাগুলো শুনিয়েছেন
আসলে আমাদেরকে আরো ভাবতে হবে চলমান দ্বীনের মেহনতগুলোর পাশাপাশি আরো সুচিন্তিত পথ ও পন্থা খুঁজে বের করতে হবে যখন যেদিক থেকে বৃষ্টি আসবে ছাতা তখন সেদিকেই ঘুরিয়ে ধরতে হবে ছোট ছোট প্রতিভা ও ছোট ছোট চিন্তাগুলোও কাজে লাগাতে হবে দ্বীনের বড় মেহনতগুলো গুরুত্বপূর্ণ হলেও ছোট মেহনতগুলো গুরুত্বহীন নয় কোটি টাকার মেশিনে দশ টাকার প্লাস্টিকপাইপকে অবহেলা করে বাদ দেয়া যায় না ছোট বড়, বেশি দামি কম দামি সব যন্ত্রাংশ মিলেই মেশিন সচল ইখলাসের সাথে যে মেহনত করা হবে সেটি ছোট হলেও বড় আবার, কার অন্তরে ইখলাস আছে কার অন্তরে নেই সেটা খুঁজতে যাওয়া আমার কাজ নয় এ ব্যাপারে আমি কিয়ামতে জিজ্ঞাসিত হবো না বরং অন্যের ব্যাপরে অনুচিত মন্তব্যের কারণে জিজ্ঞাসিত হবো সুতরাং দ্বীনের যে কোনো খাদেমের সমালোচক না হয়ে সহযোগী হব পেছন থেকে টেনে না ধরে এগিয়ে যেতে সাহস যোগাবআআল্লাহপাক আমাদেরকে তাওফিক দান করুন।। [ইবনে মীর- ০২.০৫.১৫]


Comments